মাধবদী প্রতিনিধি:সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর অষ্টম জাতীয় সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে মেয়াদোত্তীর্ণ/নিষ্ক্রিয় সকল কমিটি পুর্নগঠন করে নবগঠিত কমিটির তালিকা আগামী ১০ জুনের মধ্যে কেন্দ্রীয় কমিটিতে প্রেরনের লক্ষে গত ১৫ মে রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাধবদী শাখার সভাপতি মোঃ মকবুল হেসেনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয় কাশিপুরে এক সাধারন সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সুজনের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন সহ সুজন মাধবদী শাখার সকল সদস্যবৃন্দ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাধবদী শাখা পুর্নগঠনে সকল সদস্যদের কন্ঠ ভোটে মোঃ মকবুল হোসেনকে সভাপতি ও মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ঔই দিনই ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। পরে ২৩ সদস্য বিশিষ্ট সুজনের মাধবদী কমিটিকে নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক হলদর দাস স্বাক্ষরিত এক পত্রে অনুমোধন প্রদান করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাধবদী শাখার কার্যকরী কমিটিতে যারা রয়েছেনে তারা হলো ঃ সভাপতি মোঃ মকবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সহ সভাপতি শাহাদাৎ হোসেন খোকন, সহ সভাপতি হাজী জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সহ সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, অর্থ সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক শাওন আহমেদ, নির্বাহী সদস্য এমদাদুল ইসলাম খোকন, অধ্যাপক ইসমাইল ভুইয়া, হায়দার আলী মোল্লা, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক এনামুল হক, হাজী মোঃ ইলিয়াস, মিজানুর রহমান প্রধান, গোপাল নাগ, রতিশ দেবনাথ, ফাতেমা বেগম, মাহফুজুর রহমান কালাম, হাজী মোয়াজ্জেম হোসেন, মোঃ বাবুল মিয়া এবং মোঃ ইমরান হোসেন।
Leave a Reply