ফাতেমা শবনম ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় তামিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নূরুর দোকান নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৪ মে) সকালে ময়মনসিংহগামী তানজিম পরিবহনের একটি বাসের পিছনের অংশের বাম পাশের চাকা ব্রাস্ট হলে গাড়ীতে থাকা তামিম (১০) ছিটকে মহসড়কে পড়ে যায় এবং ওই গাড়ী চাকা শিশুটির উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। মৃত তামিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের হাইজুল শাহ’র ছেলে।
শিশুর স্বজনেরা জানায়, ঢাকায় ঈদ করে বাবা-মা ও চাচা-চাচির সাথে বাড়ি ফেরার পথে এ দূঘর্টনার স্বীকার হয়ে তামিম মারা যায়।
ত্রিশাল থানার এসআই মোঃ মতিউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ত্রিশাল ফায়ার সার্ভিস শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
Leave a Reply