আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে কাপড়ের দোকানে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:

পাইকারি কাপড়ের দোকানে বলরাম চন্দ্র সাহা নামের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আজ শুক্রবার বেলা সোয়া তিনটায় মাধবদী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মাধবদী বাজারের গরুরহাট এলাকার লটপট্টির মেসার্স রাসেল টেক্সটাইলের ব্যবসা প্রতিষ্ঠানে। নিহত কর্মচারী বলরাম চন্দ্র সাহা (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর শহরের উলুকান্দী এলাকার মৃত সূর্যকান্ত সাহার ছেলে। মাধবদী বাজারের গরুরহাট এলাকার লটপট্টির মেসার্স রাসেল টেক্সটাইলের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ওসমান গনি ভুঁইয়া জানান, এক মাস আগে বলরাম চন্দ্র সাহা (বলাই) তার দোকানে চাকুরী নেয়। তখন থেকে সে এই দোকানেই রাতে একা ঘুমাতো। বৃহস্পতিবার রাতেও সে স্বাভাবিকভাবে দোকানদারি করেছে। জুমা’র নামাজের আগে দোকান খুলতে গিয়ে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বলরামের মরদেহ দেখতে পেয়ে মাধবদী থানা পুলিশে খবর দিলে পরে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তিনি আরো জানান যতদুর জানি তার সংসার জীবনে ঝামেলা চলছিলো। তার স্ত্রী তাদের ৮ বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতো। এসব নিয়ে সে কিছুটা মানসিকভাবে অস্থির ছিলো। নিহতের বড় ভাই প্রশান্ত সাহাও এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আয়- উপার্জন নিয়ে সংসার জীবনে তর স্ত্রীর সাথে বলরামের সম্পর্কের অবনতিতে সে নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি না গিয়ে কর্মস্থলেই ঘুমাতো। হঠাৎ ভাইয়ের এমন মৃত্যুতে তিনি শোকে ভেঙে পড়েন। মাধবদী থানার এসআই মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা মরদেহ উদ্ধার করেছি ময়নাতদন্ত রিপোর্টই বলে দিবে মৃত্যুর আসল রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category