নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুরের বাসিন্দা মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ আ.আওয়ালকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তারা। মঙ্গলবার সকালে জেলা শহরের থানা মার্কেটে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্ত্রাসী হামলায় আহত মোঃ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, আমাদের প্রতিবেশী মতি মিয়ার পুত্র সেলিম মারজান গংদের সাথে পুর্ব বিরোধ চলছিল। এর জের ধরে আমাকে ও আমার ভাই আ ওয়ালকে গত ৩১ মার্চ আমাদের জমিনে কাজ করতে গেলে চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাও এর শুভাস এর বাড়ির পার্শে পৌছামাত্রই পুর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষরা আমাদেরকে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আমার ভাই মোঃ আ.ওয়াহিদ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং-২৫ তাং ১১/৪/২২) দায়ের করেন। আমি এ এঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত মোঃ আ.আওয়ালসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply