নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল ) নেহাল গ্রীন পার্কে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মাহবুব ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এ্যাড. শাহ আজিজুল হক, স্বাচিপ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিপুটি সিভিল সার্জন ডা. জহির উদ্দিন তালুকদার।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব বাদল অনুষ্ঠানটির সঞ্চালনায় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply