নিজস্ব প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সাড়প ৩৫শ’ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার, ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আঠারবাড়ি বাজার এলাকা থেকে ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জালাল(৬২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি জালাল ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনের সংশিষ্ট ধারায় মামলা হয়েছে।
Leave a Reply