নিজস্ব প্রতিনিধি ঃ না ফেরার দেশে চলে গেছেন করিমগঞ্জ উপজেলার ১০নং জাফরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিমগঞ্জ বাজার সংলগ্ন বাদেশ্রীরামপুর নিবাসী মরহুম আব্দুর রহমান আবু ব্যাপারীর ছোট ছেলে মোঃ আবুল কাশেম (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
৫ মার্চ বিকেল সাড়ে তিনটায় শহরের নিউটাউন বাসায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে (ব্যবসায়ী) ২ মেয়ে ( ঢাকা ও আমেরিকা প্রবাসী) ৪ নাতি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে এলাকায় ও আত্বীয় স্বজনের মাঝে বইছে শোকের বাতাস, কেননা আগের দিন তার বড় ভাইরাভাই ভৈরব নিজ বাসায় মৃত্যু বরণ করেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
পরে আমেরিকা প্রবাসী মেয়ের জন্য অপেক্ষা করে বৃহস্পতিবার তাকে বাবা-মার পাশে পারিবারিক কবরে দাফন করা হবে।
Leave a Reply