নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত ১টি মোবাইল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাবের নিয়মিত অভিযানে, ক্যাম্পের একটি আভিধানিক দল মঙ্গলবার ২২ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মোঃ ওয়াজিবুল(২৪)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ ওয়াজিবুল নিকলী ভাটিভরাটিয়া এলাকার মোঃ নুরুল হকের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply