নিজস্ব প্রতিনিধি ঃ অভিনব কায়দায় পাপোস দ্বারা তৈরী বালিশের ভিতরে করে গাঁজা সরবরাহের সময় কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর সিএনজি স্ট্যান্ড এলাকা হতে গাঁজা, নগদ টাকা ও মোবাইল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত অভিযানে, ক্যাম্পের একটি আভিধানিক দল মঙ্গলবার ২২ মার্চ বেলা একটার সময় কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর সিএনজি স্ট্যান্ড এলাকা হতে অভিনব কায়দায় পাপোস দ্বারা তৈরী বালিশ সাদৃশ্য ব্যাগের ভিতরে করে গাঁজা সরবরাহের সময় ১০ কেজি গাঁজা, নগদ ৮’শ টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল মিয়া(৩২)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল মিয়া ভৈরব পৌর এলাকার চন্ডিবেড় ব্যপারীপাড়ার মৃত পিয়ার হোসেনের পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply