আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষের কৃষক ও কৃষাণীদের ১দিনের প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ঃকিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষের কৃষক ও কৃষাণীদের ১ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষের দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ রবিবার সকালে জেলা সদরের কৃষি বিভাগের প্রশিক্ষণ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) এর পরিচালক দীপক কুমার অধিকারী। প্রধান আলোচক ছিলেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) এর উপপ্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ আনেয়ার হোসেন । প্রশিক্ষণ শেষে চাষীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। সহযোগিতায় ছিলেন উপসহকারী উদ্ভিৎ সংরক্ষণ কর্মকর্তা আবুল হাশেমসহ অফিসের কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন সদরের  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম। প্রশিক্ষণে শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর চাষীরাও সফলতা কুড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category