মোঃ আল আমিন, মাধবদী, নরসিংদী প্রতিনিধি:
নিজ স্ত্রীকে এসিড ছুড়ে ঝলছে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী রোমান মিয়ার বিরোদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে মাধবদী থানার বানিয়াদী গ্রামে। মাধবদী থানার মামলা সূত্রে জানাযায়, বিগত দুই বছর পূর্বে বানিয়াদী গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মুক্তা আক্তার(১৯) এর সাথে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রোমান মিয়া(২৩) এর বিবাহ হয়। বিয়ের ৬মাস যেতে না যেতেই রোমান তার স্ত্রীর উপর শারিরিক নির্যাতন শুরু করে এবং ৫মাস পূর্বে আদালতের মাধ্যমে তালাক নামা প্রদান করে। এর প্রেক্ষিতে মুক্তা বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে রোমানের বিরোদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় রোমান ১মাস জেল হাজতে থেকে জামিনে বের হয়ে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতে থাকে। ঘটনার দিন ১৪ মার্চ রাত আনুমানিক সাড়ে ৩টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে মুক্তা ঘরের বাহিরে এলে পূর্ব থেকে উৎপেতে থাকা রোমান মুক্তাকে উদেশ্য করে তার দিকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে মুক্তার পিঠের একাংশ ঝলসে যায়। এ সময় মুক্তার ডাকচিৎকারে তার মা, বাবা ও প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামল দায়ের করা হয় যার মামলা নং ১৫।
Leave a Reply