মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা :আজ ৫ মার্চ শনিবার মাধবদী বাজার ব্যবসায়ীদের প্রাচীন সংগঠন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন। পুরো নির্বাচনী এলাকায় এক অন্যরকমের উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল ৪ মার্চ শুক্রবার প্রকাশ্যে প্রচারণা না থাকলেও স্ব স্ব জোনের ভোটারদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে গদিতে আর দোকানে দোকানে প্রার্থীদের সরব পদচারণায় পুরো মাধবদী ছিল সরগরম। প্রতীক সম্বলিত কার্ড বিলি আর কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের মন জয় করার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। কারন এখানকার যে সব নেতাদের সাথে সাক্ষাৎ করতে হলে সময় এবং মাধ্যম প্রয়োজন হয় সেখানে হেভী ওয়েটের নেতারা সাধারণ ব্যবসায়ীদের দোকানে দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এবারের মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে বেশ ক’জন নেতা যাদের রাজনৈতিক ইমেজ সঙ্কট থাকলেও স্থানীয় ভাবে হেভিওয়েট, পূর্বে যারা ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র এবং রাজনৈতিক দলের জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণকারী নেতারাও এ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাই এবারের নির্বাচনে ব্যবসায়ী ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ভিন্নমাত্রার আলোচনা। নির্বাচন হচ্ছে ৪টি জোনে বিভক্ত ভাবে। যাতে যে ধরনের ব্যবসা ঐ ধরনের ব্যবসায়ী নেতাই নির্বাচিত করতে পারেন ব্যবসায়ীরা। মার্চেন্ট এসাসিয়েশনের এ নির্বাচনে সুতা ও কাপড়ের ব্যবসায়ীদের নিয়ে ১নং জোন। এ জোনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭জন প্রার্থী, নির্বাচিত হবেন ১১জন প্রার্থী। মুদী মনোহরী, রং ও পাওয়ারলোম পার্সের ব্যবসায়ীদের নিয়ে ২নং জোন, এ জোন থেকে ৪জন প্রার্থী নির্বাচন করছেন নির্বাচিত হবেন ২জন প্রার্থী। ডাক্তার ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে ৩নং জোন থেকে নির্বাচন করছেন ২জন প্রার্থী আর এখান থেকে নির্বাচিত হবেন ১জন প্রার্থী। মাছ-তরকারী ও কাচাঁ মালের ব্যবসায়ীদের নিয়ে ৪নং জোন থেকে ২জন প্রার্থী নির্বাচন করলেও নির্বাচিত হবেন ১জন প্রার্থী। নির্বাচন শেষে নির্বাচিত প্রার্থীদের সভার মধ্যমে কন্ঠ ভোটে তৈরী করা হবে ১৬জনের পুর্ণাঙ্গ কমিটি। মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের ২১৩৫ জন ব্যবসায়ীর ভোটের মাধ্যমে ২৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন ১৫জন প্রর্থী। ১নং জোনে মোট ভোটার সংখ্যা ১১৪৯ জন, ২নং জোনে মোট ভোটার সংখ্যা ২৬৩ জন, ৩নং জোনে মোট ভোটার সংখ্যা ৫৭ জন এবং ৪ নং জোনে মোট ভোটার সংখ্যা ৬৬৬ জন। আজ ৫ মার্চ শনিবার মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন ২০২২ এর নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ শাহ্ ফকির। মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে যারা প্রাথী হলেন তারা হলো : ১নং জোন থেকে মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ সফি উদ্দিন, নূরালাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ চৌধুরী, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আঃ মোমেন মোল্লা, মাধবদী পৌর কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেন কমিশনার, মোঃ আমান উল্লাহ, আলহাজ্ব মনিরুজ্জামান ভূইয়া, হাজী শবদর আলী, আলহাজ্ব আনোয়ার হোসেন, কাজী ইকবাল কবির, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিপ্লব, আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, কাজী মাসুদ, গাজী শফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের, আঃ মজিদ মিয়া, আলহাজ্ব জাকির হোসেন মেম্বার। ২নং জোনের প্রার্থীরা হলো মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), আবু তাহের আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, মুরাদ হোসেন। ৩নং জোনের প্রার্থীরা হলো মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হোসেন আলী ও ডাক্তার লুৎফর রহমান। ৪নং জোনের প্রার্থীরা হলো আবু তাহের আবু ও মজিবুর রহমান। এ ছাড়া মার্চেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক যে যখন পৌর মেয়র থাকবেন পদাধিকার বলে তিনি সদস্য পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হবেন। সে হিসেবে বিনা প্রতিদন্দ্বীতায বর্তমান মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক সদস্য পদে থাকছেন। শেষ মুহুর্তে এসে মাধবদী বাজারের সব শ্রেণীর ব্যবসায়ায়ীরাও সৎ ও ব্যবসায়ীক বিভিন্ন প্রতিকূল অবস্থা নিরসনে সচেষ্ঠ প্রার্থী বাছাইয়ে চুড়ান্ত হিসেব নিকেশ করছেন।
Leave a Reply