আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে তুচ্ছ ঘঠনায় স্বামীর সঙ্গে অভিমান’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ।
শুক্রবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাযায়, মোবাইল ফোনের ইন্টারনেট ব্যালেন্স শেষ হওয়ার পর স্বামী কিনে না দেয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিয়া আক্তার (২০)।
খবর পেয়ে রাতেই পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এছাড়া তাৎক্ষণিক করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত গৃহবধূ রিয়া আক্তার সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার পুত্র সাকিল মিয়ার স্ত্রী ও একই গ্রামের লিটন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য আতাউর রহমান আঙ্গুর
জানায়, তাদের মধ্যে কোন দাম্পত্য কলহ ছিলো না। কিন্তু সামান্য তুচ্ছ বিষয় নিয়ে এভাবে অভিমানে মেয়েটি চলে গেল তা সত্যি খুবই দুঃখজনক।
রিয়া আক্তারের মোবাইল ফোনের ইন্টারনেট ডাটা স্বামী সাকিল মিয়া ব্যবহার করে শেষ করে ফেলেন। এ সময় স্ত্রী রিয়া আক্তার স্বামী সাকিলকে পুনরায় ইন্টারনেট ডাটা কিনে দিতে বলেন।কিন্তু সাকিল ইন্টারনেট ডাটা কিনে না দেয়ায় রিয়া বসতঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
এসআই আবু তাহের জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করার প্রক্রিয়া রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category