আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদী পৌর কাউন্সিলরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর পরিমল ঘোষের উপর গত বৃহস্পতিবার ৩ মার্চ মধ্যরাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ৪ফেব্রুয়ারী শুক্রবার মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ১নং ওয়ার্ডের জনগন। এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন (১,২ ও ৩)নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা। তাদের বক্তব্য এবং থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায় যে একই এলাকার পিযুষ ঘোষ তার সাথে কিছু লোকজন নিয়ে রাত আনুমানিক ১১টায় একটি বিয়ের অনুষ্ঠানে কাউন্সিলর পরিমল ঘোষকে একা পেয়ে পিযুষ সাহা এবং তার সহযোগিরা তাকে ঘিরে ফেলে এসময় পিযুষ ঘোষের হাতে থাকা পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং পীযুষের সহযোগীরা লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারধর করতে থাকে। পরিমল ঘোষের ডাক চিৎকারে বিয়ে বাড়ির লোকজন এগিয়ে আসলে পিযুষ ঘোষ হুমকি ধমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী পরিমল ঘোষকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিমল ঘোষ নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরিমল ঘোষের ছোট ছেলে বিকাশ ঘোষ বাদী হয়ে মাধবদী থানায় ৪জনের নাম উল্লেখ সহ ৭/৮জনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। নরসিংদী সদর হাসপাতালে পরিমল ঘোষকে দেখতে যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, বাবু দীপক সাহা, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক অনিল চন্দ্র ঘোষ ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান দোষীদের গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category