নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষিপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যাবহৃত
২(দুই)টি মোবাইল ও নগদ ৪,০০০/-(চার হাজার) টাকা’সহ ১(এক) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির লে. কমান্ডার উপ-পরিচালক এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব
ক্যাম্পের একটি আভিধানিক দল বৃহস্পতিবার ৩ মার্চ রাত সাড়েআটটায় কুলিয়ারচর উপজেলার লক্ষিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যাবহৃত ২(দুই)টি মোবাইল ও নগদ ৪,০০০/-(চার হাজার) টাকা’সহ মাদক ব্যবসায়ী মোঃ সোবেল(৩৫)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ সোবেল উক্ত উপজেলার ছয়সুতি ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসায়ী মোঃ সোবেল ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply