মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা :জুয়া খেলায় বাঁধা দেয়ায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী ফজর আলী ফজা গত ৯ ফেব্রুয়ারী মাধবদী থানার মহিশাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনায় একটি হত্যা মামলায় গত ১১ ফেব্রুয়ারি মাধবদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে নরসিংদী জেলা কারাগারে কারাবন্ধী হাজতি হিসেবে মোঃ ফজর আলী ওরফে ফজা(২৮) নামের আসামী হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গতকাল রোববার সকাল পৌনে ১০টায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহত ফজর আলী নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বালুসাইর গ্রামের জহর আলীর ছেলে। জেলা কারাগার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় হাজতি ফজর আলী ওরফে ফজাকে হাজতখানায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় কারারক্ষীরা। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। নরসিংদী জেলা জেল সুপার মোঃ শফিউল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি ফজর আলী নরসিংদী জেলা কারাগারে কয়েদি হিসেবে প্রবেশ করে। রোববার সকাল ৯টায় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে নরসিংদী সদর হাসপতালে প্রেরণ করা হয় চিকিৎসার জন্য এসময় চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক। উল্লেখ্য উক্ত হাজতি ফজর আলী ওরফে ফজা গত ৯ ফেব্রুয়ারী তার স্ত্রীকে মাধবদী থানার মহিশাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার পাশে কুপিয়ে হত্যা করে। পরে তাকে উক্ত হত্যা মামলায় গত ১১ ফেব্রুয়ারি মাধবদী থানা পুলিশ গ্রেফতার করে। পরে সে নরসিংদী জেলা কারাগারে ৩০২/২০১/৪৪ ধারায় কারাবন্দী ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
Leave a Reply