নিজস্ব প্রতিনিধি ঃ এক হাজার পিস ইয়াবাসহ পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে ১ জনকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-২)কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির লে. কমান্ডার উপ-পরিচালক এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব
ক্যাম্পের একটি আভিধানিক দল রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মাদক ব্যাবসায়ী সায়েদুল ইসলামকে আটক করে।
আটককৃত সায়েদুল ইসলাম (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ছামির উদ্দিনের পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসায়ী সায়েদুল ইসলাম কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি/খুচরা বিক্রয় করার কথা স্বীকার করে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply