আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মন‌সিং‌হে জাতীয় কৃষক স‌মি‌তির আ‌লোচনা সভা ও সমা‌বেশ অনুষ্ঠিত

ত্রিশাল প্রতি‌নি‌ধিঃ জাতীয় কৃষক স‌মি‌তি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টির আ‌লোচনা সভা ও কৃষক সমা‌বেশ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে ময়মন‌সিংহের মুস‌লিম ইন‌স্টি‌টিউট হল রু‌মে এক আ‌লোচনা সভা ও কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জাতীয় কৃষক স‌মি‌তির সভাপ‌তি ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টির প‌লিটব্যু‌রো সদস‌্য কমে‌রেড মাহমুদুল হাসান মা‌নিক।

জাতীয় কৃষক স‌মি‌তির সদস‌্য ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ত্রিশাল উপ‌জেলা ক‌মি‌টির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ নিতাই চন্দ্র রায়ের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জাতীয় শ্রমিক ফেডা‌রেশ‌নের সভাপ‌তি ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টির প‌লিটব্যু‌রো সদস‌্য কম‌রেড কামরুল আহসান, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টির সভাপ‌তি কম‌রেড সু‌জিত বর্মণ।শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন, জাতীয় শ্রমিক ফেডা‌রেশ‌ন ময়মন‌সিংহ জেলা শাখার সভাপ‌তি ডাঃ জিএস মুজুমদা‌ খোকন। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রে বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ত্রিশাল উপ‌জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক কম‌রেড রাধার রমন মোধক।

এছাড়াও অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন, জাতীয় কৃষক স‌মি‌তি ত্রিশাল উপ‌জেলা কমি‌টির সভাপ‌তি মোঃ আফ‌রোজ আলী, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টির সদস‌্য আক্কাছ আলী মেম্বার, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি মুক্তাগাছা উপজেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category