মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
বাঙালি জাতির প্রেরণার অন্যতম উৎস মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশ বরণে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারির মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এসময় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্প অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাধবদী এসপি ইনস্টিটিউশনের শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে মাধবদী পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন মাধবদী পৌর মেয়র হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক প্রধান ও কাউন্সিলরবৃন্দ, মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে মাধবদী থানার অফিসার বৃন্দরা। পরে সকালে মাধবদী পৌর ভবনের সামনে অবস্থিত শহিদ মিনারে সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও শহর আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন আহাম্মদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ। পরে এক এক করে বিভিন্ন সংগঠেনর নেতৃবৃন্দরা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাধবদী শহর শাখা ছাত্রলীগ, শ্রমিকলীগ, আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ অনেকে। মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শহিদ মিনারে প্রভাতফেরির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম) ও সাধারন সম্পাদক মোঃ হোসেন আলীর নেতৃত্বে পুষ্প অর্পন করেন মাধবদী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন কমিশনার ও সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকুর নেতৃত্বে যুবলীগের কর্মীরা কলেজ মাঠের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে মাধবদী এসপি ইনস্টিউশন মাঠে গভীর রাত থেকেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাধবদী এস পি ইনস্টিটিউশন,
মাধবদী গার্লস এস্কুল এন্ড কলেজ, মর্ণিং সান স্কুল এন্ড কলেজ, এশিয়ান মডেল স্কুল, নরসিংদী সদর থানা আওয়ামীলীগ, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় সহ মাধবদী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগন।
Leave a Reply