ফাতেমা শবনম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে। চির উন্নত মম শির ও শহীদ মিনারের বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পস্তবক দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার।
দিবসটি উপলক্ষ্যে রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ এবং শহীদ মিনার-এ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি (গ্রেড ১১-১৬), কর্মচারী ইউনিয়ন (গ্রেড ১৬-২০), কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পন করেন। এসময় শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পন করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রভাতফেরীর আয়োজন করে। প্রভাতফেরীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বেলা সাড়ে ১১টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদুল বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বঙ্গবন্ধু নীল দলের সাধারণ সম্পাদক ড. সেলিম আল মামুন, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, ধন্যবাদ জ্ঞাপন করেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন কমিটির সদস্য-সচিব কল্যাণাংশু নাহা। সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমান।
ভাষা অন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয়। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে এই আন্দোলন আরও বেগবান হয়। ছাত্র সমাজ, যুব সমাজ বুকের রক্তদিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করেছে।
তিনি বলেন, ২১ এর মূল চেতনাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই একুশ মানে অন্যায়ের প্রতি প্রতিবাদ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ। তৎকালীন পাকিস্তান সরকার ভাষা নিয়ে মেজরিটি মানুষের যে রায় সেটি মানতে চায় নি। তাই তার বিরুদ্ধে ছিল একুশের প্রতিবাদ, ভাষা আন্দোলনের প্রতিবাদ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এরপরে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বঙ্গবন্ধু ও বাংলা ভাষা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, আলোচক হিসেবে আলোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রফেসর ড. স্বরোচিষ সরকার, পশ্চিম বঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সুখেন বিশ্বাস, নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদুল বারী ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply