ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে ত্রিশাল পৌর ছাত্রলীগের আয়োজনে শুকতারা বিদ্যানিকেতন মিলনায়তনে আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশিদুল আলম মজিব।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ত্রিশাল পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও শুকতারা বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন শুকতারা বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ, বাসাস ত্রিশাল ইউনিটের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রী, কোষাদক্ষ্য ইমরান হাসান বুলবুল, শুকতারা বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, শহিদুল্লাহ, তাইজুদ্দিন আহম্মেদ, লুৎফুর রহমান, সরকারী নজরুল কলেজ শাখা ছাত্রলীগ সাধারন সম্পাদক শরিফুজ্জান সজিব প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী করা হয়।
Leave a Reply