আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাষা শহিদদের শ্রদ্ধার ফুলে স্মরণ’

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধার ফুলে স্মরণ’ করলো কিশোরগঞ্জবাসী।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।
জেলা শহরের গুরুদয়াল সরকারী কলেজ মাঠে নির্মিত প্রধান শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ এর প্রথম প্রহরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ও কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য
ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক
পুস্পস্তবক অর্পন করেন। এরপর পুলিশ
সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন।
ভোরে স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্যঅর্পন করা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ, মন্দির ও উপাসনায় বিশেষ
প্রার্থনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category