নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলওয়ে নামা মার্কেটে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, এতে প্রায় ৩০লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
বুধবার ভোর ৪ ঘটিকার সময় মার্কেটের একটি হোটেলে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে যায় পুরো মার্কেটে। অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, এলাকাবাসী ফোন করে অগ্নিকান্ডের খবর জানালে আমাদের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যাবসায়ী সুত্রে জানাযায়, আগুনে পুড়ে যাওয়া ৯টি দোকানের মধ্যে রয়েছে – আঃ রহিমের ডিজেল মবিল সহ তেলের দোখান, লিংকন দাসের খেলার সামগ্রী, দুলাল চন্দ্রের লন্ড্রী, বাচ্চু মিয়ার কলার আড়ত, কল্যাণ চন্দ্রের সেলুন, রফিক মিয়ার হোটেল, মুজিবুর রহমানের ভাংঙ্গারী এবং ফার্মেসী ও ইলেক্ট্রিকের দোখান। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষাধীক টাকা।
Leave a Reply