আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে গ্যাসসহ সকল ধরনের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ঘন্টাব্যাপী আলোচনা ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট
৭ ফেব্রুয়ারি  সোমবার জ্বালানি ও নিত্য ব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের ঐতিহাসিক রংমহল চত্ত্বরে বিকলে বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার আহবানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা বাম জোটের  সমন্বয়ক ও জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবদুর রহমান রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারন সম্পাদক কমরেড এড্ এম এনামুল হক, জেলা কমিটির সদস্য এড হাসান ইমাম রন্জু, বাসদের জেলা কমিটির নেতা এড মাসুদ আহম্মদ ভূইয়া, কমরেড সেলিম, বাসদ মার্কসবাদী নেতা কমরেড  আলাল মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক এড্ শফিকুল ইসলাম, জেলা সিপিবি’র সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম,বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি কমরেড  নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার প্রমুখ। গ্যাসসহ সকল ধরনের জ্বালানি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ঘন্টাব্যাপী  আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল রংমহল চত্ত্বর থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে গিয়ে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category