নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের শহরতলী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি খোকন(৫১) এবং ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোঃ একরাম(৩০) ও মোঃ সোহেল(২০)কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেঃ কমান্ডার বিএন, এম শোভন খান জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি শনিবার রাতে ক্যাম্পের দু’টি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালায়। তাতে রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাকালি এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি খোকন(৫১)কে গ্রেফতার করে।
এবং রাত দশটার সময় সদরের মায়া কানন থীম পার্ক এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ একরাম(৩০) ও মোঃ সোহেল(২০)কে আটক করে।
গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যাবসায়ী মো: খোকন স্থানীয় কাটাকালি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এবং ইয়াবা ব্যাবসায়ী দু’জন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পূর্ব কান্দাইল গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মো: একরাম ও কামারহাটিয়া গ্রামের মো: হান্নানের ছেলে মোঃ সোহেল।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ শহরের ও আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সাথে জড়িত থেকে বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। তবে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply