নিজস্ব প্রতিনিধি : শেষ হলো কিশোরগঞ্জ জেলায় ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল ২০২২ তৃণমূল বাছাইপর্বের আবাসিক ক্যাম্প।
১ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
উক্ত সমাপনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজের সার্বিক ব্যবস্থাপনায়
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে এসব সনদপত্র ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ জানান,
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান ২৪ জন বালক এই ক্যাম্পে অংশ নেয়। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলার ফুটবল কোচ আজিমুদ্দিন আলো। ৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কটিয়াদী উপজেলার তামিম খন্দকার, কিশোরগঞ্জ সদর উপজেলার মো: আশরাফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলার মো: আফজাল হোসেন। প্রতিভাবান এই খেলোয়াড়রা ঢাকা বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে।
Leave a Reply