ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে চারজন ।
জানা যায়, উপজেলার উজান বৈলর মন্ডল বাড়ী মোড়ে সোমবার বিকাল সোয়া চারটার দিকে যাত্রী নামানোর সময় দাড়ানো একটি মাহিন্দ্রা গাড়িকে পেছনদিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো – ট ১৪-৯৭৬৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. খোকন মিয়া (১৪) নামে একজন কিশোর মারা যায়। সে বৈলর রুদ্রগ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। গুরুতর আহতরা হলেন, নিহত খোকনের মা রূপালী বেগম, নানী সাজেদা খাতুন ও অজ্ঞাত দুইজন।
ত্রিশাল ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামানোর সময় দাড়ানো একটি মাহিন্দ্রা গাড়িকে পেছনদিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘাতক গাড়িটি আটক করেছি। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply