নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ র্যাবের মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেঃ কমান্ডার বিএন, এম শোভন খান জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৬ জানুয়ারী বুধবার দুপুরে
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক ব্যাবসায় ব্যাবহৃত একটি মোবাইল’সহ মোঃ ইসরাফিল (৫০)কে আটক করা হয়।
মাদক ব্যাবসায়ী মোঃ ইসরাফিল বাজিতপুর উপজেলার সাতুটা গ্রামের মৃত সুরুজ আলী পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply