আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করিমগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াদ শাহেদ রনির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যুব উন্নয়ন কর্মকর্তা আমানুল্লাহ দরজী, দেহুন্দা ইউপি চেয়ারম্যান আবু হানিফ, জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ন্যাশনাল এন্টি-টিউভারকলোসিস এসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব) এর প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, ডট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির পলাশ ও মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাজাহান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন।

ধূমপায়ীদের করোনায় আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি। করোনাকালের এমন ক্রান্তিলগ্নেও থেমে নেই তামাক কোম্পানিগুলোর বিজ্ঞাপন, প্রচারনা, বিপণন কার্যক্রম। তামাক কোম্পানির এ ধরনের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন তামাক বিরোধীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন ব্যক্তি ও জাতীয় জীবনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেন। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান। তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্স কে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেন।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধ সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category