নিজস্ব প্রতিনিধি : ‘গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ স্লোগানে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ জানুয়ারী সন্ধায় পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল এর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি জেলা প্রসাশক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা.আ.ন.ম নৌশাদ খান।
লাইব্রেরির কার্যকরী সদস্য সামিউল হক মোল্লার সঞ্চালনায় প্রয়াত সদস্যদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করে, আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আইয়ুব বিন হায়দার, সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক লেখক ও গবেষক মু.আ. লতিফ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক রেজাউল হাবিব রেজা, আজীবন সদস্য প্রবীণ আইনজিবী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্ত, সাবেক মেয়র নূরুল ইসলাম নুরু, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, লাইব্রেরীর আজীবন সদস্য প্রবীণ ব্যাক্তিত্ব হাজী মেহের উদ্দিন, লাইব্রেরীর সংরক্ষিত মহিলা সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী, প্রবীণ পাঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজেন্দ্র দেবনাথ, কার্যকরী সদস্য এডভোকেট লুৎফর রশিদ রানা, লাইব্রেরীর কার্যকরী সদস্য সিনিয়র আইনজীবি আঃ রাশিদ ভূইয়া প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতর সম্পাদক এনামুল হক কামরুল, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো. ফজলুর রহমান দুলাল, লুৎফুন্নেছা চিনু, কার্যকরী সদস্য নিজাম উদ্দিন শাহীন”সহ সর্ব শ্রেনীর শিক্ষানুরাগী লাইব্রেরীর নিয়মিত পাঠক, দাতা সাধারন ও আজীবন সদস্যগণ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
Leave a Reply