নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকা হতে ১৬০পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেঃ কমান্ডার বিএন, এম শোভন খান জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৪ জানুয়ারী সোমবার রাত সাড়ে এগারোটায় হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী
অহিদ মিয়া (৩৮)কে ১৬০পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করে।
মাদক ব্যবসায়ী অহিদ মিয়া উক্ত এলাকার আব্দুল হাই এর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ হোসেনপুর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply