করিমগঞ্জ প্রতিনিধি : বৃহষ্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় করিমগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নবনির্বাচিত সভাপতি কর্পোরাল (অবঃ) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।
নবনির্মিত কমিটির সাধারণ সম্পাদক হিমেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকির নূরু সিকদার, কামরুজ্জামান সঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন,কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ জাতীয় পার্টি মহাসচিব করিমগঞ্জ তাড়াইলের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নুর হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন কে গতিশীলতা আনার প্রতি গুরুত্বারোপ করেন।
সম্প্রতি ঘোষিত উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৫১ সদস্যদের কমিটির সকলকে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ
ফুলেল শুভেচ্ছায় পরিচিত করান।
Leave a Reply