আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রী ও শিক্ষকদের আয়োজনে প্রায় ১৩০ প্রকারের নানা ধরনের পিঠার আয়োজন করা হয়। উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদীন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং এর কর্ণধার মোঃ জাকির হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক ট্রেডার্সের কর্ণধার মোঃ ফজলুল হক, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আইনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান সায়েম , সাবেক প্রধান শিক্ষক এনামুল করিম শরীফ, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া, নওপাড়া গ্রামের মোঃ আব্দুল হাই, সামাজিক সংগঠন সূখায়ুর সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব রোমান, সুখায়ুর সদস্য মাদবর আলী, সাংবাদিক নজরুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category