মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গত ১৪ জানুয়ারী বিকেলে প্রচার-প্রচারণার শেষ দিনে নৌকার প্রার্থী আইভিকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহেরের চাষাড়া মোড়ে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ।
এসময় নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ের শহীদ মিনার গেট থেকে শুরু করে নগরীর বিভন্ন প্রদান প্রদান সড়ক পথে মিছিল, লিফলেট বিতরণ সহ শ্লোগানে শ্লোগানে ব্যাপক প্রচার প্রচারনা করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের একঝাক নেতা কর্মীরা। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর একটি বিশাল শোডাউন এসে একত্রিত হয় নরসিংদী জেলা যুবলীগের সাথে।
শেষ সময়ের এ প্রচার প্রচারণায় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, যুবলীগ নেতা মোঃ জাকারিয়া, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, আব্দুল কাদির জিলানী, নরসিংদী জেলা যুবলীগের সদস্য কাজী মেহেদী, এলটন, দেবাশীষ বিশ্বাস সুমন, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহিন মাহমুদ, দ্বীন মোহাম্মদ দিলু, জামাল, বিচিত্র, টুটুল সহ জেলা ও উপজেলার একঝাক যুবলীগ নেতৃবৃন্দরা।
পরে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন- নারায়ণগঞ্জ সিটি কপোরের্শনের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। বিগত দিনে এই নারায়ণগঞ্জ মহানগরবাসী যেভাবে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে জয়যুক্ত করেছিলেন। এবারও আপনারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয় হবে, না কি রাজাকার, জামাত-বিএনপির পৃষ্ঠপোষক তৈমুর খন্দকারের জয় হবে সে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যুবলীগ নৌকার পক্ষে মাঠে থাকবে এবং নৌকার জয় নিশ্চিত করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
Leave a Reply