আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভেজ গ্রেপ্তার

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
মাধবদী থানার ১২টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী পারভেজকে গতকাল ৭ জানুয়ারী শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের ধর্মপুর থেকে মাধবদী থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর নির্দেশনায় সাজাপ্রাপ্ত, পলাতক আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করা কালে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামানের নেতৃত্বে ৭জানুয়ারী শুক্রবার গভীর রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ধর্মপুর মহল্লা থেকে মাধবদী থানায় ১২টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাধবদীর মনোহরপুর এলাকার মৃত কাউসার আহামেদের ছেলে মোঃ পারভেজ (৪৩)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানার এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় এএসআই হারেছ মিয়া। সাজাপ্রাপ্ত পলাতক আসামী পারভেজের বিরুদ্ধে ১২টি সিআর মামলার সাজা গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মূলতবি ছিলো এবং আসামী বিভিন্ন সময় বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিলো বলে জানাযায়। গত শুক্রবার ৭ জানুয়ারী গভীর রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে মাধাবদী থানায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category