আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। মুজিববর্ষের সফলতা-ঘরেই পাবেন সকল ভাতা, স্লোগানে রবিবার সকালে সরকারি শিশু পরিবার বালিকায় জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, সিভিল সার্জন ইনসিটু উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মহসীন খান, জেল সুপার বজলুর রশিদ।
কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকার উপতত্ত্বাবধায়ক (সমাজসেবা অফিসার) তাছফিয়া তানজিম স্নীগ্ধার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, সমাজসেবা অফিসার রেজিস্টেশন মাঃ হারুন অর রশিদ, সদর উপজেলার সমাজসেবা অফিসার হুমায়ুন আহমেদ কবীর ভুঁইয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি খলিলুর রহমান, সাইকা সোস্যাল অফিসার সাজ্জাত হোসেন, অফিস সহকারী আরিফুল ইসলাম, সমাজকর্মী মোঃ কামরুজ্জামান প্রমুখ।
পরে প্রতিবন্ধীদের মধ্য ডিজিটাল সাদাছড়ি ও হিয়ারিং এইড এবং সুদমুক্ত ঝণের চেক বিতরণ করা হয়। এ সময় জেলা সমাজসেবা কাযার্লয়ের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধাভোগী ও বিভিন্ন স্বেছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category