করিমগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে ‘আঁধার কেটে আলো আসবেই’ শ্লোগানে ‘শব্দে গানে প্রাণে’ শিরোনামে বিজয় উৎসব করেছে উদীচী শিল্পীগোষ্ঠী করিমগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আলোচনা, আবৃত্তি ও সংগীতে বিজয়ের ৫০ বছর পূর্তি পালন করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক ছড়াকার শাহজাহান কবির স্বাগত বক্তব্য রাখেন।
সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন বর্মন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল ফজল আহাদ, নাট্যাভিনেতা সাইদুর রহমান ফুল মিয়া, কমরেড হারুন অর রশিদ, কমরেড রনজিত বিশ্বাস, কবি ঝুটন দাস, নাট্যাভিনেতা আবু সুফিয়ান।
বক্তাগণ শোষণ ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও লালনের প্রতি গুরুত্বারোপ করেন।
এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নজরুল ইসলাম, সাদিয়া সুলতানা তন্নী, তানভীর হায়দার কাব্য ও ইমরান ইমু।
এতে সংগীত পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার, ধ্রুব সরকার, অজিত সূত্রধর, মজিবুর রহমান কাশেম, সুরজিত সরকার মানিক, মাহাবুব আলম, নাসির উদ্দীন, তানভীর হায়দার কাব্য, আমিনুল ইসলাম টিটো, নাজমুল হক টিটো, সাহেদ আলী, সালেকুল, শিশু শিল্পী পিজমা ও সোহান।
অনুষ্ঠানটি সমন্বয় করেন জাহাঙ্গীর কবির পলাশ, জাহিদ হাসান রনক, তানভীর হায়দার কাব্য ও ইমরান ইমু।
Leave a Reply