আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনে অসহায়দের শীতের পিঠায় আপ্যায়ন

মোঃ আল আমিন, মাধবদী নরসিংদী: মাধবদীতে একে অপরের প্রতি সহায়তা ও ভালোবাসার শেষ নেই। তেমনিভাবে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরের আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লার অসহায় মানুষের প্রতি ভালোবাসার নির্দেশনটাও ছিল ভিন্ন রকমের। তিনি নিজ এলাকার প্রায় ৭ শত অসহায় দরিদ্র মানুষের মধ্যে ২০১৭ সাল থেকে নিয়মিত প্রতি শুক্রবার সকালে নগদ অর্থ, চাল ও খাবার বিতরণ করে আসছেন। কিন্তু আজ ৩১ ডিসেম্বর সকালে মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ, চাল ও খাবার বিতরণের পাশাপাশি সকলকে শীতকালীন চিতল পিঠা, ভাপা পিঠা ও তেলের পিঠা আপ্যায়ন করেন। যা পেয়ে ছিন্নমূল হত দরিদ্র মানুষগুলো খুবই খুশি হয়। প্রতিদিন নিজের হাতেই এসব অসহায় মানুষকে খাবার বিলিয়ে দিয়ে সুখ পান বলে জানান আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধবদী শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফেজ, এম এম কে ডাইং এর পরিচালক আলহাজ্ব মাছুম মোল্লা, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ বাতেন মিয়া, মোঃ কামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মুহাম্মদ মুছা মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category