নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের পুর্ব তারাপাশায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী মনি বেগম (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনি বেগমকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ আটক করে।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মনি বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী। মনি বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply