আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে বিজয়ী হওয়ায় বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে বীরমুক্তিযোদ্ধা
অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন বিজয়ী হওয়ায় সংবর্ধনা দিয়েছে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থা।
কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি বার্ষিক নির্বাচনে ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট মোঃ নিজাম উদ্দিন সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হওয়ায় এ সংবর্ধনা প্রদান করে।
শনিবার সকালে জেলা শহরের মডার্ণ ডেন্টালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কাযার্লয়ের উপপরিচালক কামরুজ্জামান
খান। সংবর্ধিত অতিথি ছিলেন বিআরডিবিরি সাবেক পরিচালক ও ভোরের আলো
সাহিত্য আসরের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট মোঃ নিজাম
উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোটার্র
মোঃ আশরাফুল ইসলাম, উপদেষ্টা বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম, লায়ন এসএম
জাহাঙ্গীর আলম,দন্ত চিকিৎসক হীরা মিয়া।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের
সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে বক্তৃতা করেন কিশোরগঞ্জ
হোমিওপ্যাথিক ফোরামের সদস্য সচিব ডা. মো. মোবারক হোসেন খান, সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক
আলী রেজা সুমন, সহপ্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, শিল্পী মোঃ জসিম উদ্দিন, শারমিন জাহান পিংকি, হাসিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি , প্রতিষ্ঠাতা ও বিশেষ অতিথিরা বিআরডিবিরি সাবেক পরিচালক ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্টপোষক জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা
বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট মোঃ নিজাম উদ্দিন হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এর আগে সংগঠনের দায়িত্বশীলগণ ও সদস্যরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category