আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের মত কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২১।

দিবসটি উদযাপন উপলক্ষে পহেলা নভেম্বর সোমবার সকালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনাসভা ও যুব ঝণের চেক বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা
প্রশাসক [সার্বিক] মোঃ নাজমুল ইসলাম সরকার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক পিপিএম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক
তাহসীনা নাজনীন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, যুবলীগ নেত্রী তাসলিমা আক্তার বিউটি। সফল আত্নকর্মী
প্রশিক্ষিতদের মধ্যে বক্তব্য রাখেন, আত্নকর্মী ইমরান হোসেন, সালমা ও সফল যুব সংগঠকদের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের
সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব সংগঠনকে ও প্রশিক্ষিত বেকার যুব ও যুবাদের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক] মোঃ নাজমুল ইসলাম
সরকারের গান সকলকে মুগ্ধ করে তোলে।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা,যুব উন্নয়ন অধিদপ্তরের
কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষিত আত্নকর্মীগণ,সফল যুব সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিকেলে যুব ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপন, প্রীতি ফুটবল ম্যাচ ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category