নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৭৩৫টি ইয়াবা’সহ মো. মাসুম মিয়া (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. মাসুম মিয়াকে আটক করা হয়।
আটক মো. মাসুম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কচুয়ামোড় এলাকার নুর ইসলামের ছেলে।
এসময় তার কাছ থেকে ৭৩৫টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আটক মো. মাসুম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা করা হচ্ছে।
Leave a Reply