প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২১, ৯:০৩ পূর্বাহ্ণ
কবিতা: বাঁচতে চাই
লেখক :- ইমরান হাসান এনামুল
এ সংসারে হালের বুঝা
বড়ই কঠিন লাগে,
বাস্তবতায় টিকে থাকাটা যেন
তার চেয়ে বেশি দুরূহ।
নিন্দুকেরা নিন্দায় থাকবে
এটাই স্বাভাবিক,
তাদের বচন অপেক্ষায় থেকে
ভালোর ফলন রপ্ত করে
রূখে দাও তাদের জবাব।
বাস্তবতায় তুমি জয়ী হতে চাও
চারিদিকে হায় চলছে অত্যাচার
অন্যায়ের অপবাদ,
তবও তুমি থেমে থেকো না,
সাহসী বীর হও
পাবে তুমি বাঁচার অধিকার।
তুমি সুন্দর জীবন গঠন কর
সুন্দরতায় মুখরিত হবে তোমার ভবিষ্যৎ।
পরলোকগমনের পরও পাবে
ইতিহাসে গৌরবময় বাঁচার অধিকার।
Copyright © 2026 Kalerdarpan24.com. All rights reserved.