প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২১, ৪:৫২ অপরাহ্ণ
ইমরান হাসান এনামুলের কবিতা “প্রিয় লেখক”

রক্ত গোলাপের রঙে,
তবু যেন এ হৃদয় দুটানাতেই থাকে
এই বুঝি,দূরে আছ
আর এই বুঝি কাছে।
অনুভূতির মায়ার টানে
গেঁথে গেছ,এ মনে
হুম সত্যি বলছি
শুধু তোমাকেই চাই আপন মনে।
হুম বচনগুলো থাকুক
সাক্ষীর প্রামাণ্যে,
আর বিশ্বাসটুকু থাকুক
আমরণ হয়ে,প্রিয়।
Copyright © 2026 Kalerdarpan24.com. All rights reserved.