আমার স্বপ্নে আমি বিভোর হতে পারি
কিন্তু কর্মে আমি অতি অলস,
তবে মিলবেনা আমার আকাক্ষা
স্বপ্নময় সুদূর ভবিষ্যৎ।
চেয়ে দেখতে পারি,
মনে কিছু আঁকতে পারি
তবু কিছু করার স্বার্থ আমার আছে
কিন্তু তা থেকে আমি আমার দূরে।
আমি আমার ইচ্ছের অবাধ্য নই
কল্পজগতের বাইরেও যেতে চাইনা
তাতেও আমার বাধা,
কেননা আমি যে অতিশয় অলস।
হে আল্লাহ!
অলসগতি অনিচ্ছুক করে দাও
সাহায্য কামনা করি তোমার
আমি যে অতিশয় দূর্বল।
কবিতাটি অনেক সুন্দর হয়েছে।❣️❣️