নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জর কটিয়াদী
উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা হতে ১৯৫(একশত পঁচানব্বই)পিস ইয়াবা
ট্যাবলেট ও মাদক ব্যাবসায় ব্যাবহৃত একটি মোবাইল‘সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারী চালিয়ে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল
১৪ অক্টোবর সন্ধা সাড়ে ছয়টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রফিকুল ইসলাম(২১)কে ১৯৫(একশত পঁচানব্বই)পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যাবসায় ব্যাবহৃত একটি মোবাইল‘সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম কটিয়াদী থানার দক্ষিণ অস্টঘরিয়ার মোঃ সাইফুল ইসলামের পুত্র।
গ্রেফতারকৃত আসামী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকসহ ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply