ফাতেমা শবনম : ময়মনসিংহে ত্রিশালে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সার্বিক সহযোগীতায় মঙ্গলবার বিকেলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমনের নেতৃত্বে এক আনন্দ র্যালী ত্রিশাল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে আনন্দ র্যালী সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যানার পোষ্টার নিয়ে জাতীয় শ্রমিকলীগের হাজার হাজার নেতাকর্মী মিছিলটিতে মেয়র আনিছের ছবি নিয়ে উপজেলা শ্রমিকলীগের আনন্দ র্যালীতে যোগ দেন। আনন্দ মিছিলে হাজারো জনতার স্লোগান ছিল শুভ শুভ শুভ দিন শ্রমিকলীগের জন্মদিন, ত্রিশাল আওয়ামীলীগ ধরে রাখতে মেয়র আনিছকে সভাপতি দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ছাব্বির আহমেদ সানি, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম আমির, ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, উপজেলা পরিবহন মটর মালিক সমিতির নেতা এসএস আব্দুল কাদির, উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রইছদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক আলী হোসেন, পৌর শ্রমিকলীগ নেতা রুবেল সরকার প্রমুখ।
অন্যান্যদের মাঝে মিছিলে অংশগ্রহন করেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা আনোয়ার সাদাত (মন্জু),
৩নং ওর্য়াড আওয়ামীলীগ নেতা লাল মিয়া, উপজেলা শ্রমিকলীগ নেতা এনামুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা লূৎফুর রহমান কাজল প্রমুখ।
Leave a Reply