আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষতা অর্জণে প্রশিক্ষণ নেবেন আপনি ‘সহায়তা করবে সরকার, ইউএনও কিশোরগঞ্জ সদর

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী বলেছেন, দক্ষতা অর্জণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, প্রশিক্ষণ নেবেন আপনি সহায়তা করবে সরকার।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে ‘যুব উন্নয়ন পরিষদ’র সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতাবৃদ্ধিমুলক ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে সফল আত্নকর্মী হওয়া যায়। প্রশিক্ষণ গ্রহণ করতে কোনো টাকা লাগে না বরং সরকার প্রশিক্ষণার্থীদেরকে সহায়তা করে। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজেই সফলতা বয়ে আনে না। যুব উন্নয়ন পরিষদের এই প্রশিক্ষণের সফলতা কামনা করছি।
মুজিববর্ষের অহবান, যুব কর্মসংস্থান এ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক আমিনুর রহমান, সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার জেড এ শাহাদাৎ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক মো. আমিনুল হক সাদী,সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category