নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে বর্নিল আয়োজনে জেলার তেরটি উপজেলার অংশ গ্রহণে তিনদিন ব্যাপী দাবা লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় বর্নিল সাজে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হল রুমে আলোচনা সভার মধ্যদিয়ে দাবা লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শামীম আলম এবং জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
দাবা লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এড. এম এ আফজল, ল এন্ড ট্রাস্টের হেড অব চেম্বার হামিদুল আলম চৌধুরী, দাবা লীগ পরিচালন কমিটির সদস্য সচিব অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) অনির্বাণ চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজের ব্যাবস্থাপনায়, ল এন্ড ট্রাস্টের সৌজন্যে অনুৃষ্টিত দাবা লীগে জেলা উপজেলার ১৫টি দল অংশ গ্রহণ করে।
এসময় জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ’সহ বিভিন্ন উপজেলা হতে আগত ক্রীড়ামোদী সংঘঠনের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply