ফাতেমা শবনম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।
বিদায় সংবর্ধনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply